সোমবার ২৫ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | ED: ‌‌১০০ দিনের কাজের প্রকল্পে ‘‌দুর্নীতি’‌র তদন্তে একযোগে চার জেলায় তল্লাশি শুরু ইডির

Rajat Bose | ০৬ ফেব্রুয়ারী ২০২৪ ০৬ : ২৮Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার একযোগে রাজ্যের চার জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ঝাড়গ্রামের এক সরকারি আধিকারিকের কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে এবং মুর্শিদাবাদের একটি জায়গায় তল্লাশি চলছে। সেই সঙ্গে তল্লাশি চলছে সল্টলেকের একটি আবাসনেও।
ইডি সূত্রে খবর, ১০০ দিনের কাজের দুর্নীতির তদন্তে এই তল্লাশি অভিযান চলছে। আগেই এই দুর্নীতির বিষয়ে মুর্শিদাবাদের বেলডাঙা থানায় দু’টি এবং হুগলির ধনেখালি থানায় একটি এফআইআর দায়ের হয়। তা ছাড়াও রাজ্যের অন্যান্য থানায় দু’টি এফআইআর দায়ের হয়। মোট পাঁচটি এফআইআর-এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 
মঙ্গলবার বহরমপুরে পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতি (‌১০০ দিনের কাজে)‌ দুর্নীতির তদন্ত এক পঞ্চায়েত কর্মীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকেরা। মঙ্গলবার সকালে বহরমপুর শহরের বিষ্ণুপুর এলাকায় পঞ্চায়েত কর্মী রথীন দে (৪৮)– বাড়িতে পৌঁছে যান ইডির অফিসাররা। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে তাঁর বাড়ি। বাড়ির ভেতরে চলছে তল্লাশি অভিযান। তাঁর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। ইডি সূত্রে জানা গেছে, বছর দুই আগে নওদা থানার কেদারচাঁদপুর–২ গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন রথীন দে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পে পুকুর খনন ও রাস্তা তৈরির কাজ সহ আরও কিছু প্রকল্পে ভুয়ো ‘‌জিও ট্যাগিং’‌ দেখিয়ে তিনি প্রায় দু’‌কোটি টাকা আত্মসাৎ করেছেন। সূত্রের খবর, ওই ব্যক্তি নিজের এবং নিজের বোনের অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা ধীরে ধীরে সরিয়ে নেন। তবে প্রশাসন এই ‘‌চুরি’‌র কথা জানতে পেরে দু’‌বছর আগেই নওদা এবং বেলডাঙা–২ ব্লকের তৎকালীন বিডিও অভিযুক্তর নামে নওদা থানায় এফআইআর করেন। তখনই তাঁকে সাসপেন্ড করা হয়। তাঁর বিরুদ্ধে চলছে বিভাগীয় তদন্ত। এরই মধ্যে মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা হাজির হয়েছেন ওই পঞ্চায়েত কর্মীর বহরমপুরের বিষ্ণুপুর এলাকার বাড়িতে। বাড়ির ভেতর চলছে বিভিন্ন নথি সংগ্রহের কাজ। অন্যদিকে ইডি আধিকারিকরা মুর্শিদাবাদ জেলায় ১০০ দিনের কাজের প্রকল্পে নোডাল অফিসার এসকে পান–এর কলকাতার সল্টলেকের ফ্ল্যাট এবং বহরমপুরে মধুপুর এলাকায় ভাড়া বাড়িতে তল্লাশি শুরু করেছেন। পাশাপাশি ঝাড়গ্রামের একটি সরকারি আবাসনে হানা দিয়েছেন ইডি আধিকারিকেরা। জানা গেছে, জেলার সংখ্যালঘু দপ্তরের এক প্রশাসনিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ইডির ছ’জন আধিকারিকের একটি দল কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ওই আধিকারিকের সরকারি আবাসনে। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় রয়েছে ওই আবাসন। ওই আবাসন ঘিরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঝাড়গ্রাম থানার পুলিশ খবর পেয়ে এলাকায় যান। কিন্তু পুলিশ আধিকারিকদের আবাসনের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া তল্লাশি চলছে চুঁচুড়ার এক ব্যবসায়ীর বাড়িতেও। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্দীপ সাধুখাঁ। তাঁর একটি লজেন্স কারখানা রয়েছে। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'কাউকে কিছু বোলো না মা, ভালো থেকো', অভিনব কায়দায় ডাকাতি করে চম্পট দিল দুষ্কৃতীরা ...

দাউদাউ করে জ্বলছে আগুন, সিঙ্গুরের কারখানায় পুড়ে ছাই সব...

ব্যর্থতা মেনে নিতে হবে, ইগো ছেড়ে, ইন্ডিয়া জোটের নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে সামনে আনা উচিত : কল্যাণ...

রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক ...

টিউশন পরতে বেরিয়ে দুই বান্ধবীতে নিখোঁজ, মর্মান্তিক পরিণতি শুনে চমকে উঠবেন...

বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন...

মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা...

দীক্ষা দেব বলে শিষ্যাকে নির্জন ঘরে নিয়ে গেল গুরু, তারপরই যা ঘটল...

রাতের অন্ধকারে গায়েব গৃহপালিত প্রাণী, বাঘ নাকি অন্য কিছু, আতঙ্কে ঘুম উড়েছে ডানকুনির বাসিন্দাদের...

চালু হওয়ার পরেও মিলছে না বর্ধিত মজুরি, হতাশায় বিক্ষোভ মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের...

'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...

কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...

সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...

অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...

হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 24